Thursday June 20, 2019
সাহিত্য ও সংস্কৃতি
14 September 2017, Thursday
আমার মানসী
খালেদ শরীফ আরেফিন


আমার মানসী
যার নাম দুঃখ
ভেবেছিলাম জানিয়েছি বিদায়
চলে গেছে বহু দুরে
চিরতরে দৃষ্টির অন্তরালে
আর দেখা হবে না কোন কালে।
কিন্তু সে যে
আমায় ভালবাসে তাই জীবনে
ফিরে আসে বারবার
রাতের আধারে
ঘুম ভাঙা ভোরে
কর্মের প্রতি মূহুর্তে
মেঘলা আকাশে
আর রংধনুর মাঝে
আমার প্রচ্ছায়া রূপে
মিশে থাকে আমার অস্তিত্বে
সে যে আমার মানসী
আর নাম যে তার
দু:খ।।

১৪.০৮.২০১৭/ফাস্টনিউজ/এআর/২১.৫৮
সাহিত্য ও সংস্কৃতি :: আরও খবর