Wednesday June 26, 2019
দর্শনীয় স্থান
26 September 2017, Tuesday
দুই মাস খোলা থাকে যে বাগান
ফাস্টনিউজ ডেস্ক: নেদারল্যান্ডের লিসে শহরে অবস্থিত কেওকেনহফ বাগানটি। বাগানটি বছরে মাত্র দুই মাস দর্শকের জন্য উন্মুক্ত থাকে। একটি দিনে শুধু টিউলিপ প্রদর্শনী হয়ে থাকে। সুতরাং ঘুরতে গেলে আগেভাগে খোঁজ নিয়েই যেতে হবে।

কেওকেনহফ কী
কেওকেনহফ একটি ফুলের বাগান। পৃথিবীর সবচেয়ে বড় বাগানগুলোর মধ্যে অন্যতম এটি। একে ‘কিচেন গার্ডেন’ বা ‘গার্ডেন অব ইউরোপ’ও বলা হয়ে থাকে।

অবস্থিত
পঞ্চদশ শতকে শিকারী ভূমি হিসেবে ব্যবহৃত স্থানে বাগানবিলাসটি অবস্থিত। ১৯৪৯ সালে লিসের তৎকালীন মেয়র বাগানটির কাজ শুরু করেন।

উদ্দেশ্য
বাগান সৃষ্টির উদ্দেশ্য ছিলো নেদারল্যান্ড ও ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে ফুলচাষীরা আসবেন। তাদের উৎপাদিত হাইব্রিড প্রদর্শন করবেন। এককথায়- ডাচ রফতানি শিল্পকে সহায়তা করবেন।

ফুলগাছ
বাগানে প্রতিবছর ৩২ হেক্টর জমিতে প্রায় ৭ মিলিয়ন ফুলগাছ রোপণ করা হয়। এর প্রধান আকর্ষণ টিউলিপ ফুল।

পর্যটক
২০১৭ সালে এ বাগান পরিদর্শনে ১.৪ মিলিয়ন পর্যটক এসেছিলেন। যাদের মধ্যে ২০% ছিলেন ডাচ, ৪০% ছিলেন জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের, ১০% যুক্তরাষ্ট্র এবং ৮% চীন থেকে।

উন্মুক্ত
বাগানটি প্রতিবছর ২২ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। টিউলিপ প্রদর্শনী হয় ২১ এপ্রিল।

২৬.০৮.২০১৭/ফাস্টনিউজ/এআর/২০.২৫
দর্শনীয় স্থান :: আরও খবর