Wednesday June 26, 2019
নারী
04 November 2017, Saturday
শিশুদের টাকা আত্মসাৎকারীদের বাংলাদেশে জায়গা নেই : প্রতিমন্ত্রী চুমকি
ফাস্টনিউজ, ঝিনাইদহ: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যারা শিশুদের টাকা আত্মসাৎ করে বড় গলায় কথা বলে তাদের জায়গা বাংলাদেশে হবে না বলে বিশ্বাস করি।
শুক্রবার বিকেলে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩ দিন ব্যাপী শেখ রাসেল শিশু চিত্রাংকন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এতিমদের অর্থ আত্মসাৎ করার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। এটা কি অন্যায় হয়েছে? তার জন্য তারা প্রতিবাদ জানায়। আমরা তাদের ধিক্কার জানাই।

তিনি বলেন, আমাদের আগামী প্রজন্ম, আমাদের শিশুদের তৈরী করতে হবে, প্রস্তুত করতে হবে। শিশুদের প্রস্তুত করার জন্য শুধু সরকার নই, অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।

আসাফো জেলা শাখার সভাপতি একরামুল হক লিক’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, আসাফো কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল, জেলা শাখার সাধারণ সম্পাদক এম রায়হান প্রমুখ।

১৩.১০.২০১৭/ফাস্টনিউজ/এআর/১২.১৫
নারী :: আরও খবর