Thursday June 20, 2019
প্রবাসী
21 October 2017, Saturday
মালয়েশিয়ায় ভূমি ধসে নিহত ৩, বাংলাদেশিসহ নিখোঁজ ১১
ফাস্টনিউজ ডেস্ক: মালয়েশিয়ার উত্তরাঞ্চল পেনাংয়ের জর্জ শহরে ভূমি ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। মাললেয়াশিয়ান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এঘটনায় বাংলাদেশিসহ ১১ জন নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে ২ জন ইন্দোনেশিয়া এবং ১ জন মিয়ানমারের নাগরিক বলে অফিসিয়াল সূত্র জানিয়েছে।

সূত্র: রয়টার্স

২১.১০.২০১৭/ফাস্টনিউজ/এআর/১৪.০০
প্রবাসী :: আরও খবর