Thursday June 20, 2019
সাহিত্য ও সংস্কৃতি
10 November 2017, Friday
অমাবস্যা
খালেদ শরীফ আরেফিন


দিন যায়
রাত আসে
পূর্ণিমা চাদকে
গ্রাস করে অমাবস্যা
ভালবাসা আজ
ধ্বংস্তুপের সামনে
অবহেলায় পড়ে থাকা
মূল্যহীন নুড়ি পাথর
অনুগ্রহ একুশের
একুশের তোমার আমার
সেই রাত আজ শুধু
বিস্মৃত প্রায় কিছু মূহুর্ত
পুতুলবউ আজন্ম শ্বাপদের
নগ্ন থাবাকে করে আলিংগন
অভিমানী রংধনু
পথহারায় ধুলিকনায়
তবু মরণ এত দুরে কেন?
জীবন নামক অর্থহীন রোজনামচাটি
কেন চলমান?

১০.১১.২০১৭/ফাস্টনিউজ/এআর/২০.০০
সাহিত্য ও সংস্কৃতি :: আরও খবর