Wednesday February 19, 2020
সাহিত্য ও সংস্কৃতি
23 November 2017, Thursday
ভালবাসার ঋণ
নাঈমা খানম


র্নিজনতায় নিমগ্ন রাত বিস্তৃত দিগন্ত সীমানায়
নৈশব্দের বুকে ভর করে রাত বাড়ে ক্রমাগত।
গভীরে রক্তক্ষরণ, জলে ভেজে দুচোখ
একা আমি বয়ে বেড়াই ভালবাসার ঋণ।
খরা আর অনাবৃষ্টি কবিতার পাণ্ডুলিপি জুড়ে,
জলের দাগে বলিরেখা স্পষ্ট সমান্তরাল -
র্নিভেজাল বিভাজণ ছায়াপথের রেখা ধরে,
সীমাহীন প্রতিশ্রুতির একাকী দাহপথ।
প্রহরে প্রহরে অস্থির হেটে চলা অজানায়
হদয়ের বাঁকে বাঁকে, নিশ্বাসের ভাজে ভাজে
এলোমেলো আমি খুঁজে ফিরি তারে।
জোছনার নীলে আচ্ছাদিত ভালবাসার যত দহন
কবিতার পঙতিমালায় তার বিষাদ বিচরণ ।
হীমের কুয়াশা স্খলিত বসনা দুলিয়ে হাওয়ায়
কানে কানে বলে, দাঁড়াও পথিক ! পাবে তারে,
আলোয় ভাসি তারাদের সাথে চেয়ে পথপানে
প্রাণভরে নিয়ে নিশ্বাস উৎফুল্ল আমি
পাহাড়ি পথ বেয়ে উঠি সুউচ্চে
বিনুনিতে বাধি ধোঁঁয়ার কুন্ডলি,
ভালবাসার আঁচলে বাধি সাগরের প্রমত্ত ঢেউ।
নোনাজল মাখি ক্লান্ত দুপায়ে
চুলের ঘ্রাণে আবেশে জড়াই বকুলের মালা।
আমার রঙে রাঙাব বলে কুড়াই সুখ নিপুণ হাতে
যদিও সুখের আকাশে সুখ যায় নাতো ছোঁয়া।
নাঈমা খানম বিউটি

২৩.১১.২০১৭/ফাস্টনিউজ/এআর/১৮.২৮
সাহিত্য ও সংস্কৃতি :: আরও খবর