Tuesday January 19, 2021
প্রবাসী
07 January 2018, Sunday
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত, আহত ১৫
ফাস্টনিউজ ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সমতা ওহোদ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

শনিবার সকালে দেশটির জিজান প্রদেশে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে গাড়িতে করে তারা কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন, সিরাগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সাইদুর রহমান, নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদীর আলমগীর হোসেনও মো.ইদন এবং কিশোরগঞ্জের জসিম। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

০৭.০১.২০১৮/ফাস্টনিউজ/এআর/১০.০০
প্রবাসী :: আরও খবর