Wednesday June 26, 2019
রংপুরের খবর
14 September 2018, Friday
বগুড়ায় ৬ নারীসহ জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী আটক
ফাস্টনিউজ,বগুড়া: বগুড়ায় নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলার বিজরুল এলাকায় উপজেলা জামায়াতের আমির আনারুল ইসলামের বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় আনারুলসহ ১৬ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া সদর এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ৬ নারী কর্মীকে আটক করে পুলিশ। আটকরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে বসেছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৪.০৯.২০১৮/ফাস্টনিউজ/এমআর/১৪.০৫
রংপুরের খবর :: আরও খবর