Tuesday January 19, 2021
প্রবাসী
20 October 2018, Saturday
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু
ফাস্টনিউজ ডেস্ক:দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে সহোদরসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২০ অক্টোবর) ভোরে নর্থ-ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর দাগনভূইয়া উপজেলার আনোয়ার, তার ভাই মোশারফ, মামা মমিন এবং জামালপুরের ইব্রাহীম।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে ওই চার বাংলাদেশি দোকানেই রাত যাপন করে। ভোরে দোকানটিতে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় চার বাংলাদেশি দোকানের ভেতর আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে দোকানের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের ফরেনসিক বিভাগের পাঠানো হয়। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
 
২০.১০.২০১৮/ফাস্টনিউজ/এমআর/১৯.৪৮
প্রবাসী :: আরও খবর