Wednesday February 19, 2020
রাজনীতি
05 November 2018, Monday
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
ফাস্টনিউজ,ঢাকা:জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। দলটির এক বর্ধিতসভা শেষে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ঘোষণা দেন কাদের সিদ্দিকী।

আজ সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

গত ৩ নভেম্বর সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনাসভার আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।

সেদিন সভাপতির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি। সোমবার আমি আমার অবস্থান পরিষ্কার করবো। ওই দিন রাতেই বিএনপির কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন।

০৫.১১.২০১৮/ফাস্টনিউজ/এমআর/১৩.২৫
রাজনীতি :: আরও খবর