Wednesday June 26, 2019
খুলনার খবর
09 November 2018, Friday
কালিহাতীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩
ফাস্টনিউজ,টাঙ্গাইল:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে শুক্রবার সকালে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
 
নিহতদের মধ্যে সবুজ নামে একজনের পরিচয় জানা গেছে। নিহত সবুজের বাড়ি ভূঞাপুর উপজেলার সারপুলশিয়া গ্রামে। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে উপজেলার হাতিয়া এলাকার ১১ নম্বর ব্রিজের কাছে একটি বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায়টি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে অটোরিকশাচালক সবুজ নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা দুইযাত্রী গুরুতর আহত হন।
 
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়। তাদের পরিচয় জানা যায়নি।

০৯.১১.২০১৮/ফাস্টনিউজ/এমআর/১০.২৫

খুলনার খবর :: আরও খবর