Thursday June 20, 2019
তথ্য-প্রযুক্তি
05 October 2018, Friday
দফায় দফায় হ্যাকিংয়ের শিকার মান্নার ইমেইল-ফেসবুক
ফাস্টনিউজ,ঢাকা:গত এক মাসে যুক্তফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ইমেইল ও ফেসবুক অ্যাকাউন্ট কয়েক দফা হ্যাকিংয়ের শিকার হয়েছে।

মান্না নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি বলেন, ‘ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’ ফের অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

শুক্রবার বিকালে মাহমুদুর রহমান মান্না জানান, তার ফেসুবক অ্যাকাউন্ট ও ইমেইল কয়েক দফায় হ্যাকিংয়ের শিকার হয়েছে। এরই মধ্যে কয়েকবার তিনি এক্সপার্টদের দিয়ে উদ্ধারও করিয়েছেন। সর্বশেষ শুক্রবার ফের তার ইমেইল হ্যাক করা হয়।

০৫.১০.২০১৮/ফাস্টনিউজ/এমআর/১৯.৫৫
তথ্য-প্রযুক্তি :: আরও খবর