Thursday June 20, 2019
তথ্য-প্রযুক্তি
11 October 2018, Thursday
আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি: ফখরুল
ফাস্টনিউজ,ঢাকা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক আইডি নেই। অথচ তার নামে বেশ কয়েকটি আইডি কে বা কারা চালাচ্ছেন। এই বিড়ম্বনা থেকে রেহাই পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। করেছেন থানায় সাধারণ ডায়েরি (জিডি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এই জিডি করা হয়েছে বলে জানা গেছে।

জিডিতে বলা হয়েছে, আমার নামে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে, তাদের মধ্যে একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব নামে জনৈক মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা- এই নাম পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।

এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) এ কে সুলতানা জানান, ইতোমধ্যে এটি থানায় নথিভুক্ত হয়েছে। প্রাথমিকভাবে আমরা বিষয়টি দেখছি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম শাখা এটি খতিয়ে দেখবে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে।

১১.১০.২০১৮/ফাস্টনিউজ/এমআর/১৯.৩৫
তথ্য-প্রযুক্তি :: আরও খবর