Wednesday June 26, 2019
সিলেটের খবর
26 January 2019, Saturday
দুর্নীতি নির্মূলের জন্য প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন: হানিফ
ফাস্টনিউজ,সুনামগঞ্জ:বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লজ্জাজনক ভরাডুবির কারণে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে যেতে ভয় পাচ্ছে বিএনপি। যদি বিএনপি নির্বাচনে না যায় তাহলে এটা হবে তাদের জন্য বড় ভুল। এই সিদ্ধান্তের কারণে তারা রাজনীতি থেকে ছিটকে পড়বে। তারা নির্বাচন থেকে দূরে সরে থাকতে চায়। তাদের শঙ্কা হয়তো তাদের জন্য আরেকটি লজ্জাজনক পরাজয় অপক্ষো করছে। নির্বাচন থেকে দূরে সরে থেকে সংগঠনের লাভ হয় না। রাজনীতিবিদদের উচিত নির্বাচনে অংশ নেওয়া।’

মাহবুবুল হক হানিফ শনিবার দুপুরে সুনামগঞ্জে ছাতকে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘দুর্নীতি নির্মূলের জন্য প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। সরকারি, বেসরকারি সব সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। দুর্নীতি দুই-এক বছরের মধ্যেই একেবারে কমিয়ে আনার চেষ্টা চলছে।’

হানিফ তার বক্তব্যে জানান, ‘মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করাই আমাদের প্রধান কাজ। পরে নির্বাচনে ইশতেহারে দেওয়া কাজগুলো করা হবে। যে কোন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহবানে সাড়া দেওয়া উচিত। আমরা আশা করছি সব দল এতে সাড়া দেবে।’

তিনি আরো বলেন, ‘একজন নির্বাচিত সংসদ সদস্য, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন জনগণের কথা বলার জন্য, দেশের কথা বলার জন্য, সেই হিসেবে একজন সংসদ সদস্য শপথ নিতে বাধ্য। আমার এখনো আশা করি শপথ নেওয়ার সময় শেষ হয়ে যায় নি। বিএনপি বা ঐক্যফ্রন্টের হয়ে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকে শপথ নিবেন এবং সংসদে কথা বলবেন।’

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান উপস্থিত ছিলেন।

২৬.০১.২০১৯/ফাস্টনিউজ/এমআর/১৮.২০


সিলেটের খবর :: আরও খবর