Thursday June 20, 2019
দুর্ঘটনা
31 January 2019, Thursday
ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে ছেলেসহ দম্পতি নিহত
ফাস্টনিউজ,ময়মনসিংহ:ময়মনসিংহের আলালপুরে প্রাইভেটকার উল্টে এক পরিবারের তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হামিদ মেম্বার (৬০), তার স্ত্রী সাহেরা বেগম (৫৫), তার ছেলে শাফিকুল ইসলাম (৪০)। সকলের বাড়ি গাইবান্দার ফুলছড়ি গ্রামে। আহতরা হলেন- হামিদ মেম্বারের ছেলে নুরুদ্দিন (২৭), মেয়ে ফাতেমা আক্তার (২২) ও প্রাইভেটকারচালক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার জানান, গাইবান্ধা থেকে ওই পরিবার দম্পতি চিকিৎসার জন্য ময়মনসিংহ-শেরপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিল। পথে আলালপুরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দম্পতি ও তাদের ছেলেসহ তিন জন নিহত হয়। এ ঘটনায় তাদের দুই ছেলে, মেয়ে ও প্রাইভেটকারচালকসহ তিন আহত হয়েছেন।

৩১.০১.২০১৯/ফাস্টনিউজ/এমআর/১২.৫৫

দুর্ঘটনা :: আরও খবর