Saturday April 10, 2021
স্পোর্টস
24 February 2019, Sunday
এমবাপের জোড়া গোলে পিএসজির জয়


ফাস্টনিউজ,ঢাকা:
স্পোর্টস ডেস্ক:নেইমার ও এডিনসন কাভানি চোট নিয়ে ছিটকে পড়ার পর টানা চার ম্যাচে গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। ফরাসি ফরোয়ার্ডের জোড়া গোলে লিগ ওয়ানে নিমের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে পিএসজি।

ঘরের মাঠে শনিবার প্রথম গোলের দেখা পেতে অবশ্য ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল পিএসজির সমর্থকদের। মার্কো ভেরাত্তির পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ক্রিস্টোফার এনকুনকু।

বিরতির পর ৬৯ মিনিটে হুয়ান বার্নাটের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। লিগ ওয়ানে এটি তার ৫০তম গোল। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানে গোলের হাফ সেঞ্চুরি করলেন ২০ বছর বয়সি ফরোয়ার্ড।

৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলেন এমবাপে। প্রথম গোলদাতা এনকুনকুর পাস থেকে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড।

চলতি মৌসুমে ফ্রান্সের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপের গোলসংখ্যা হলো ২২টি, ২০ ম্যাচে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে তার গোল হলো ২৭টি।

এই জয়ে শীর্ষে থাকা পিএসজি এগিয়ে গেছে ১৭ পয়েন্ট। ২৫ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৬৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।

স্পোর্টস ডেস্ক:নেইমার ও এডিনসন কাভানি চোট নিয়ে ছিটকে পড়ার পর টানা চার ম্যাচে গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। ফরাসি ফরোয়ার্ডের জোড়া গোলে লিগ ওয়ানে নিমের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে পিএসজি।

ঘরের মাঠে শনিবার প্রথম গোলের দেখা পেতে অবশ্য ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল পিএসজির সমর্থকদের। মার্কো ভেরাত্তির পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ক্রিস্টোফার এনকুনকু।

বিরতির পর ৬৯ মিনিটে হুয়ান বার্নাটের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। লিগ ওয়ানে এটি তার ৫০তম গোল। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানে গোলের হাফ সেঞ্চুরি করলেন ২০ বছর বয়সি ফরোয়ার্ড।

৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলেন এমবাপে। প্রথম গোলদাতা এনকুনকুর পাস থেকে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড।

চলতি মৌসুমে ফ্রান্সের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপের গোলসংখ্যা হলো ২২টি, ২০ ম্যাচে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে তার গোল হলো ২৭টি।

এই জয়ে শীর্ষে থাকা পিএসজি এগিয়ে গেছে ১৭ পয়েন্ট। ২৫ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৬৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।

২৪.০২.২০১৯/ফাস্টনিউজ/এমআর/১৭.২৫
স্পোর্টস :: আরও খবর