Friday May 24, 2019
বিনোদন
24 February 2019, Sunday
চটেছেন বিদ্যা বালান
বিনোদন ডেস্ক:বলিউডে পাকিস্তানি শিল্পী কেন? প্রশ্ন করেছেন বিদ্যা বালান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী বলেছেন, সময় এসেছে, এখন আমাদের শক্তিশালী ও দৃঢ় অবস্থান নিতে হবে। কিন্তু তিনি আগে বলেছিলেন, শিল্পকে কাঁটাতারের বেড়া আর রাজনীতি থেকে দূরে রাখা উচিত। তাহলে বিদ্যা বালান এখন কেন অন্য কথা বলছেন? এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি সবসময় তা বিশ্বাস করি। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এ অবস্থায় আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে। যথেষ্ট হয়েছে, আর না।’

সম্প্রতি বিদ্যা বালান মুম্বাইয়ে একটি রেডিও শোতে অংশ নেন। অনুষ্ঠানটির নাম ‘ধুন বদল কে তো দেখো’। এই শোর প্রথম অনুষ্ঠানে বলিউডে পাকিস্তানের শিল্পীদের কাজ করার ব্যাপারে নিজের কঠিন অবস্থান তুলে ধরেন তিনি।

২৪.০২.২০১৯/ফাস্টনিউজ/এমআর/১৮.৩৮
বিনোদন :: আরও খবর