Wednesday June 26, 2019
খুলনার খবর
28 February 2019, Thursday
সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত
ফাস্টনিউজ,ঢাকা:সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু সাহেব আলী বাহিনীর প্রধানসহ দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরে শ্যামনগর উপজেলার কলাগাছিয়া খালে এ ঘটনাটি ঘটে। এদিকে, গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন কনস্টেবল আরিফ ও শাকিল।

নিহত বনদস্যুরা হলেন, শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে বাহিনী প্রধান সাহেব আলী (৩৫) এবং আশাশুনি উপজেলার বাগালী গ্রামের খোকন ঢালীর ছেলে ও বনদস্যু সাহেব আলী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাবিবুর রহমান (২৮)।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, দুটি একনালা বন্দুক, একটি পাইপ গান, ৩২ রাউন্ড গুলি ও একটি দাসহ বিভিন্ন সরঞ্জাম।

২৮.০২.২০১৯/ফাস্টনিউজ/এমআর/১৩.০০
খুলনার খবর :: আরও খবর