Saturday April 10, 2021
সাহিত্য ও সংস্কৃতি
05 March 2019, Tuesday
ছড়ায় ছড়ায় এসো শিখি ও ভূতের ছড়া আমার ছোট চাচ্চু
ফাস্টনিউজ,ঢাকা: ২১ শে বই মেলার শেষ মুহূর্তের চমক হিসেবে আমাদের সকলের অতি প্রিয় ছড়াকার ফলত,বিনীত,সৌজন্য,সমাহিত, বিকাশচঞ্চল,জীবণ্ময় এই দীপ্যমান কবি সাইরুল ইসলামের অনবদ্য সৃষ্টি শিশুদের জন্য নতুন ছড়ার বই ছড়ায় ছড়ায় এসো শিখি ও ভূতের ছড়া আমার ছোট চাচ্চু প্রকাশিত হয়েছে। যা ইতিমধ্যেই ব্যাপক পাঠক সমাদৃত হয়েছে।
 
আশা করি আপনাদের সকলেরই এই বইটি ভালো লাগবে।

০৫.০৩.২০১৯/ফাস্টনিউজ/এমআর/১৬.৫০
সাহিত্য ও সংস্কৃতি :: আরও খবর