Saturday April 10, 2021
জাতীয়
19 May 2019, Sunday
মুক্তিযোদ্ধা আলেম ওলামা ও এতিমদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার
ফাস্টনিউজ,ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধি শিশু এবং আলেম ওলামাদের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করেন।

এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজনরা ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

রোববার ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব এবং ১৫ আগস্টে গ্রেনেড হামলায় শহীদদের ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

তথ্যসূত্র: বাসস

১৯.০৫.২০১৯/ফাস্টনিউজ/এমআর/২২.৩৫
জাতীয় :: আরও খবর