Wednesday June 26, 2019
সিলেটের খবর
13 December 2018, Thursday
বিজয় সুনিশ্চিত, ২ জানুয়ারি খালেদা জিয়ার মুক্তি:ঐক্যফ্রন্ট
ফাস্টনিউজ,সিলেট:সিলেটে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে দেশবাসীকে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

বৃহস্পতিবার সকালে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মোক্তাদিরের পক্ষে নগরীর বন্দর বাজার থেকে প্রচারণায় নামেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রব, ড. জাফরুল্লাহ চৌধুরী, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

ভোটারদেরকে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার আহ্বানও জানান তারা।

এ সময় ভোটারদের কাছে ধানের শীষের ভোটের লিফলেট বিতরণ করে ভোট চান তারা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ঐক্যফ্রন্ট নেতারা বলেন, এখন আর কোনো বাধা বিপত্তি কাজে আসবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত। আগামী ২ জানুয়ারি বেগম খালেদা জিয়ার মুক্তি হবে।

১৩.১২.২০১৮/ফাস্টনিউজ/এমআর/১৩.১৫
সিলেটের খবর :: আরও খবর