Wednesday June 26, 2019
খুলনার খবর
17 December 2018, Monday
চুয়াডাঙ্গায় আ.লীগ কার্যালয় ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ
ফাস্টনিউজ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার জীবননগরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার রাতে জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ডে ও শহরের পোস্ট অফিসপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার রাত পৌনে ১২টার সময় জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এর কয়েক মিনিট পর জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ অমলের শহরের পোস্ট অফিসপাড়ার বাড়িতে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ সময় বিস্ফোরিত বোমার বিকট শব্দে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ অমল জানান, আওয়ামী লীগ অফিসে এবং আমার বাড়িতে জামায়াত-বিএনপির দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টির জন্য বোমা হামলা চালিয়েছে।

জীবননগর থানা ওসি শেখ গনি মিয়া বলেন, কে বা কারা কী উদ্দেশে বোমা বিস্ফোরণ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

১৭.১২.২০১৮/ফাস্টনিউজ/এমআর/১৩.৪৫
খুলনার খবর :: আরও খবর