Saturday April 10, 2021
স্পোর্টস
04 August 2020, Tuesday
সমালোচনার মুখে আইপিএল থেকে সরেই গেলো ভিভো
স্পোর্টস ডেস্ক: লাদাখের যুদ্ধাবস্থা এখন যেন বিরাজ করছে আইপিএলেও। ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার জেরে ভারতজুড়ে ট্রেন্ড হয়ে গিয়েছিল, বয়কট চীনা পণ্য। তারই জেরে জোরালো দাবি উঠেছিল, আইপিএল থেকেও যেন বাদ দেয়া হয় চীনা মোবাইল কোম্পানি ভিভোকে।

রোববার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় ভিভোই থাকবে তাদের স্পন্সর। এ ঘোষণার পর ভারতে শুরু হয়ে যায় তুমুল আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় হ্যাশ ট্যাগ দিয়ে বয়কট আইপিএল আন্দোলনের ঢেউ উঠে গেছে।

শেষ পর্যন্ত একদিনও যেতে পারলো না, আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীনা মোবাইল কোম্পানি ভিভো। আইপিএলের তেরোতম সংস্করণের স্পন্সরশিপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুধু চলতি বছরই তারা আইপিএলে স্পন্সর করবে না। চুক্তি অনুযায়ী আগামী বছর স্পন্সর করার কথা জানিয়েছে ভিভো।

ভিভো সরে যাওয়ার কারণে এবার নতুন স্পন্সর খুঁজে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শিগগিরই এ বছরের আইপিএলের জন্য নতুন স্পন্সরের নাম ঘোষণা করতে যাচ্ছে বিসিসিআই।

০৪.০৮.২০২০/ফাস্টনিউজ/এমআর/১৯.৪৫

    

স্পোর্টস :: আরও খবর