Tuesday September 29, 2020
বিনোদন
05 August 2020, Wednesday
সিনেমার জন্য কোনো নায়কের শয্যাসঙ্গী হইনি
বিনোদন ডেস্ক:নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব ও বিভিন্ন ক্যাম্পের হয়ে কাজ করার বিষয়টি নিয়ে জোর সমালোচনা হচ্ছে। অনেক অভিনয়শিল্পী বিষয়টি নিয়ে তাদের মতামত জানাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে তার অভিজ্ঞতা জানিয়েছেন রাভিনা ট্যান্ডন।

এই অভিনেত্রী বলেন, ‘আমার কোনো গডফাদার ছিল না। কোনো ক্যাম্পের সদস্যও ছিলাম না। এমনকি কোনো নায়কও আমার প্রচার করেননি। সিনেমায় সুযোগ পেতে কোনো নায়কের শয্যাসঙ্গী হইনি, অথবা কারো সঙ্গে প্রেমও করিনি। অনেক ক্ষেত্রেই আমাকে অহংকারী বলা হতো। কারণ নায়কদের কথামতো চলতাম না— হাসতে বললে হাসতাম না, বসতে বললে বসতাম না।’

এই অভিনেত্রী জানান, তার আচরণে এক অভিনেতা কষ্ট পেয়েছিলেন। এরপর তাকে নিয়ে নানা উল্টা পাল্টা প্রতিবেদন করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় কোনো নারী সাংবাদিকও তার পাশে দাঁড়ায়নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

০৫.০৮.২০২০/ফাস্টনিউজ/এমআর/১৭.৫৫
বিনোদন :: আরও খবর