Saturday April 10, 2021
স্পোর্টস
06 August 2020, Thursday
সস্ত্রীক করোনা আক্রান্ত জাতীয় দলের ফুটবলার
স্পোর্টস ডেস্ক:জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল টাঙ্গাইলের এ ফুটবলারের।

বাফুফে সুত্রে জানা গেছে, বিশ্বনাথের স্ত্রী’ও করোনা পজিটিভ। তারা দু’জনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের নিজ দায়িত্বে করোনা পরীক্ষা করতে বলেছিল বাফুফে। আজ প্রথমদিন বাকি ১১ ফুটবলার বাফুফে ভবনে আসলে তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়। যাদের রিপোট নেগেটিভ হবে কেবল তাদের নেয়া হবে গাজীপুরের সারা রিসোটে।

ক্যাম্পে ডাকা ৩৬ ফুটবলারের বাকিরা আগামী দুই দিন বাফুফে ভবনে রিপোট করার কথা রয়েছে। রিপোর্ট করতে আসার পর সবারই করোনা পরীক্ষা করা হবে এবং তাদেরকে ক্যাম্পে ওঠানো হবে।

০৬.০৮.২০২০/ফাস্টনিউজ/এমআর/১৬.৪০
স্পোর্টস :: আরও খবর