Tuesday November 24, 2020
আন্তর্জাতিক
03 October 2020, Saturday
মৃদু জ্বর ও শ্বাসকষ্ট ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সিএনএনকে তার একজন উপদেষ্টা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের শ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানান, তিনি আগামী কয়েক দিন হাসপাতালেই থাকবেন। এর আগে তার সামান্য উপসর্গের কথা জানা যায়। ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর সামান্য জ্বর দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের। হোয়াইট হাউজের চিকিৎসক ট্রাম্পের সর্বশেষ অবস্থা নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে জানানো হয়, ট্রাম্প কিছুটা ক্লান্ত বোধ করছেন। তবে তাকে অক্সিজেন দিতে হচ্ছে না। এরইমধ্যে হাসপাতালে চিকিৎসা নেওয়া শুরু করেছেন ট্রাম্প।

তাকে রেমডিসিভির দেওয়া হয়েছে। একইসঙ্গে রেজেনেরনের একটি পরীক্ষাধীন থেরাপি নিয়েছেন তিনি। এটি এখনো অনুমোদিত না হলেও প্রাথমিকভাবে একে করোনার বিরুদ্ধে কার্যকর বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এদিকে, ট্রাম্পের ঘনিষ্ট অন্তত এক ডজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

০৩.১০.২০২০/ফাস্টনিউজ/এমআর/২০.৫৫
আন্তর্জাতিক :: আরও খবর