Saturday April 10, 2021
আপনার স্বাস্থ্য
04 October 2020, Sunday
২৪ ঘণ্টায় করোনায় আরো ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫
ফাস্টনিউজ,ঢাকা:দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৪৮জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১১২৫ জন। মোট শনাক্ত ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৭ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৩৯টি নমুনা সংগ্রহ এবং ৯হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৩৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

০৪.১০.২০২০/ফাস্টনিউজ/এমআর/১৫.৫০
আপনার স্বাস্থ্য :: আরও খবর