Saturday April 10, 2021
জাতীয়
04 October 2020, Sunday
দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা নয়:স্বরাষ্ট্রমন্ত্রী
ফাস্টনিউজ,ঢাকা:করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে দুর্গাপূজায় প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া প্রতিমা বিসর্জনের সময় কোনো ধরনের শোভাযাত্রা না করাসহ ১০ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে ১০ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো-

১. পূজা মণ্ডপে প্রবেশের সময় কোভিড-১৯ এর প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে, হাত ধোয়া ও স্যানিটাইজার, মাস্ক বাধ্যতামূলক করতে হবে।

২. পূজা মণ্ডপ সংখ্যা যথাসম্ভব কমিয়ে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। দেশব্যাপী সার্বজনীন পূজা কমিটির নেতারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

৩. আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা মোকাবিলায় মোবাইল ডিউটিতে থাকবেন।

০৪.১০.২০২০/ফাস্টনিউজ/এমআর/২০.০৫
জাতীয় :: আরও খবর