Saturday April 10, 2021
আবহাওয়া
12 February 2021, Friday
৩ দিন পর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে
ফাস্টনিউজ, ঢাকা: দেশের অনেক অঞ্চলেই তাপমাত্রা বেড়ে গেছে। আজ রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তারপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরের দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের পাঁচ দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

১২.০২.২০২১/ফাস্টনিউজ/এমআর/১১.৪৫আবহাওয়া :: আরও খবর